Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মুনিরীয়ার সম্মেলনে লাখো নবী প্রেমিকের ঢল

হাটহাজারী সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলা সমন্বয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ঐতিহাসিক এশায়াত সম্মেলনে লাখো নবী প্রেমিক মুসলমানের ঢল নামে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাদে জুমা হতে অনুষ্ঠিত সম্মেলনে কুমিল্লা প্রেসক্লাব এরিয়াসহ আশেপাশের এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তি, আলেম, শিক্ষাবিদ, ব্যবসায়ী, ছাত্র ছাড়াও সর্বস্তরের নবীপ্রেমিক মুসলমানরা উপস্থিত ছিলেন। মাগরিবের আগেই মাহফিলস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

হাজার যুগের শ্রেষ্ঠ কিংবদন্তী হযরত গাউছুল আজম (রাঃ) – উল্লেখ করে প্রধান মেহমান বলেন, যুগে যুুগে সৃষ্টিকে স্রষ্টা পর্যন্ত পৌঁছে দেবার জন্য হাদী বা পথ প্রদর্শক মহান আল্লাহর পক্ষ থেকে ধরার বুকে প্রেরিত হয়। প্রিয় রাসুল (দ.) এর পর আর কোন নবী আসবেন না। নবীজির রেখে যাওয়া দ্বীন প্রতিষ্ঠার এ মহান দায়িত্ব অলি-আল্লাহগণ পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারে পেয়েছি খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) কে। যিনি প্রিয় রাসুল (দ.) এর বাতেনী নূর মানুষের ক্বলবে দিয়ে মুসলমানিত্বের স্বাদকে অনুভব করান জীবনের প্রতিটি মুহুর্তে। এই বাতেনী নূর ক্বলবে নিলে উপলব্ধিতে আসে হক-হালালের প্রার্থক্য, এবাদতের প্রতি আন্তরিকতা, এখলাসের উপর জীবনধারণ, এক্বীনের উপর সর্বদা সুদৃঢ় থাকা। খলিফায়ে রাসুল এর তরিক্বতের অন্যতম নিয়ামত হলো ফয়েজ কোরআন।

কোরআনের নূর ক্বলবে নিলে কোরআনের আলোয় আলোকিত করা যায় নিজেকে। আল্লাহর দেয়া হুকুম আহকাম যথাযথ মেনে নেওয়ার শিক্ষা অন্তরে ঠাঁই নেয় কোরআনে ফয়েজ গ্রহণের মাধ্যমে। এই মহামূল্যবান নিয়ামত হযরত গাউছুল আজম (রাঃ) অকাতরে দান করে গেছেন। নূরে বাতেন, ফয়েজে কোরআন, মোরাকাবা, জিকিরুল্লাহ, হুব্বে রাসুল (দ.) দিয়ে সাধারণ মানুষকে আশেকে রাসুল (দ.) এ পরিণত করেন খলিফায়ে রাসুল (দ.)। খোদায়ী এই সমস্ত দৌলতের মাধ্যমে শেষ যুগে এসে খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রাঃ) এমন এক আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়েছেন। যা আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামী সোনালী যুগের সেই ঐতিহাসিক দিনগুলোকে। বিশ্বায়নের এ যুগে মানুষ যখন আধুনিকতার বেড়াজালে পড়ে আল্লাহ ও রাসুল (দ.) কে ভুলে যাচ্ছিলো সে মুহুর্তে খলিফায়ে রাসুল এর আহবানে মানুষ পেলো সুপথের সন্ধান, নবীজিকে ভালোবাসার আধ্যাত্মিক সোপান। মানুষকে বিশেষত যুব সম্প্রদায়ের সামনে সময়োপযোগী এমন এক দর্শন তুলে ধরেছেন যার ফলশ্রুতিতে বিশ্বের বুকে উঠেছে হেদায়তের এক অপূর্ব জয়গান। তাইতো তিনি হাজার যুগের শ্রেষ্ঠ সংস্কারক হযরত গাউছুল আজম (রাঃ)।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ হাবিবুর আল-আমিন সাদী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি ও নাঙ্গলকোর্ট মৌকারা দরবার শরীফের পীর সাহেব হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ নেছার উদ্দীন ওয়ালী উল্লাহী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক ও ধামতি ইসলামীয়া কামিল মাদরাসা অধ্যক্ষ হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ মহিউদ্দিন, কুমিল্লা মহানগর বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি ও কুমিল্লা আলীয়া মাদরাসা অধ্যক্ষ হযরতুল আল্লামা মোহাম্মদ আবদুল মতিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চবি গণিত বিভাগের প্রফেসর ড.জালাল আহমেদ, কুমিল্লা মহানগর বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ও কুমিল্লা রাচিয়া মাদরাসা অধ্যক্ষ হযরতুল আল্লামা মোহাম্মদ সফিকুল আলম পাটোয়ারী, লাঙ্গলকোট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মুবিন আখন্দ, হাফেজ নাজির আহমদ, মাওলানা মোহাম্মদ জামাল হোসেন, হাফেজ কারী মোহাম্মদ ইমাম হাসান, কুমিল্লা এবি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকতারুজ্জামান বাবু প্রমুখ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। সম্মেলনে বক্তব্য রাখেন, মাওলানা মোহাম্মদ রকিব উদ্দীন, মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন মুনিরী ও মাওলানা মুহাম্মদ এরশাদুল হক।

সম্মেলন শেষে প্রধান অতিথি প্রিয় নবীজির উসিলায় এবং খলিফায়ে রাসুল (দ.) এর এখলাসের সাদকায় দেশ জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করেন।