Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ৭ মে ২০২৪

চট্টগ্রাম কারাগারে অসুস্থ কয়েদির চমেকে মৃত্যু

অনলাইন ডেস্ক :
মে ৭, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন আবুল কাশেম (৭১) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন কয়েদি। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবুল কাশেম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুচরা এলাকার আব্দুল খালেকের ছেলে।মঙ্গলবার (৭ মে) ভোরে অচেতন অবস্থায় কারাগার থেকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ‘মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি আবুল কাশেম সোমবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে রাত সাড়ে ৩টায় চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ভোর ৪টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় চলতি বছরের ১৭ এপ্রিল আবুল কাশেমকে কারাগারে আনা হয়। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।