Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩

চট্টগ্রামে ৭ মাসে ৩ হাজার ছাড়াল ডেঙ্গু আক্রান্ত

অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১১৬ জন। এ নিয়ে গেল ৭ মাসে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫ জনে।

বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৪৩ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৩ জন রোগী। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

এ বছরের মধ্যে সদ্য শেষ হওয়া জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল সবচেয়ে বেশি। এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ২ হাজার ৩১১ জন। এ ছাড়া ওই মাসে মৃত্যুর সংখ্যাও ছিল সর্বোচ্চ ১৬ জন।

এদিকে, ডেঙ্গুর প্রকোপ ঊর্ধ্বমুখী হলেও মশক নিধনে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই সিটি করপোরেশনের। ফলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কা জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।