Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ বছর বয়সী আকলিমা আক্তার ও ৪৬ বছর বয়সী এনামুল হক নামে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩৮ জন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর খবর জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মৃত দুই জনের মধ্যে আকলিমা আক্তার নগরের ইম্পেরিয়াল হাসপাতালে গত ৬ সেপ্টেম্বর ভর্তি হন।

অন্যদিকে এনামুল হক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। দুইজনই গতকাল রাতে মারা যান।
এনিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৫৮ জন। এর মধ্যে সেপ্টেম্বরে মাসে মারা গেছে ৫ জন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ১৩৮ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬২০ জন।