Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১৩ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হাটহাজারী সংবাদ ডেস্ক:
জুলাই ১৩, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার ষান্মাসিক পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ উপলক্ষ্যে মাদরাসা অডিটোরিয়ামে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে অভিভাবকরা তাদের অভিজ্ঞতা ও মাদরাসার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য পেশ করেন। বিশেষ করে তারা শিক্ষার্থীদের দাখিল, আলীম, ফাযিল ও কামিল পরীক্ষায় ধারাবাহিকভাবে প্রতিবছর ঈর্ষণীয় সাফল্য অর্জন ও মাদরাসার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের জন্যে মাদরাসার বর্তমান অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ(মাদ্দাজিল্লুহুল আলী) এর ভূয়সী প্রশংসা করেন।

তারা বলেন অধ্যক্ষ মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্ব ও সুনিপুণ পরিচালনায় এই মাদরাসাকে তিনি একটি রোল মডেলে পরিণত করেছেন। শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, ইসলামী মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিত্ব গড়ে তোলা ও প্রিয় রাসূল (দ.) এর সুন্নতের অনুসরণ এবং শরিয়তের পূর্ণাঙ্গ অনুশীলনের জন্যে উনার যে উদ্যোগ তা সত্যি প্রশংসার দাবি রাখে। শিক্ষাকে জীবনমুখী ও আধুনিকায়ন করার মাধ্যমে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে তাঁর বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে তারা বলেন, বর্তমান অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরাও শিক্ষার আলোয় নিজেদের আলোকিত করে সুন্দর ভবিষ্যত বির্নিমাণের সুযোগ পাচ্ছে। এভাবে দেশ ও জাতিকে তিনি একটি আর্দশ ও দক্ষ মানবসম্পদ উপহার দিয়ে যাচ্ছেন। এখানে রয়েছে উন্নত হোস্টেল ও পরিবহন ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নিরাপত্তার জন্যে সিসিটিভি ক্যামেরা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, ডিজিটাল আইসিটি ল্যাব সহ শিক্ষার্থীদেরকে কর্মক্ষেত্রে আরও বেশি সফল ও উন্নত বিশ্বে প্রতিযোগীতা করার জন্যে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম। এ মাদরাসায় যেমন রয়েছে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্যে শিক্ষাবান্ধব মনোরম পরিবেশ, দৃষ্টিনন্দন সুবিশাল ক্যাম্পাস, তেমনি রয়েছে যোগ্য অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও সুদক্ষ পরিচালনা পরিষদ।

অদ্য (১৩/৭/২০২৪খ্রি.) শনিবার বেলা ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. জালাল আহমদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আবুল মনছুর। অভিভাবকদের মধ্যে বক্তব্য রখেন মুহাম্মদ বোরহান, মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।

মিলাদ কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, উন্নতি, অগ্রগতি ও মাদরাসার সাফল্য কামনা এবং অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।