Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ৩ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৫ মামলায় মামুনুল হককে জামিন দিলেন হাইকোর্ট

অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্টন ও হাটহাজারী থানায় ৫ মামলায় হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মামুনুল হকের অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করেছিলেন মামুনুল হক। এ নিয়ে ২০২১ সালের ২৬ মার্চ বায়তুল মোকাররমে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মামুনুল হকের বিরুদ্ধে তিন ডজন মামলা হয়।
 
একই বছরের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি রিসোর্টে এক নারীসহ ঘেরাও হন মামুনুল হক। একই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রয়েল রিসোর্টকাণ্ডের ২৭ দিন পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় হাজির হয়ে কথিত স্ত্রী মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।