Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২ মে ২০২৩

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৫৭ টাকা

অনলাইন ডেস্ক
মে ২, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৫৭ টাকা বাড়ালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই গ্যাসের আগের দাম ছিল ১ হাজার ১৭৮ টাকা। ৫৭ টাকা বেড়ে বর্তমানে এই গ্যাসের মূল্য দাঁড়িয়েছে ১২৩৫ টাকা।

মঙ্গলবার (২ মে) দুপুর আড়াইটায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি আমদানিকৃত পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে থাকে। নতুন মূল্য আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।