Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ১১ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হালদা নদীতে ইউএনও’র অভিযান, ৩ হাজার মিটার ঘেরাজাল জব্দ

অনলাইন ডেস্ক:
অক্টোবর ১১, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলায় হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য বসানো ৫টি ঘেরাজাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার গড়দুয়ারা, ছিপাতলী, নাঙ্গলমোড়া ইউনিয়ন ও রাউজান সীমান্তবর্তী নদীর বিভিন্ন অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামানের নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ঘেরাজাল জব্দ করা হয়েছে। যার পরিমাণ প্রায় তিন হাজার মিটার হবে। অসাধু চক্রের অবৈধ কার্যক্রম রুখে দিতে এবং জলজ প্রাণী অবাধ বিচরণের পরিবেশ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যবৃন্দ।