Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ৮ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হালদায় ২ হাজার মিটার জাল জব্দ

অনলাইন ডেস্ক
মে ৮, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

হালদা নদী থেকে ২ হাজার মিটার ছোট জাল ও ৫টি মশারির জাল জব্দ করেছে নৌ-পুলিশ।
 
সোমবার (৮ মে) সকালে হালদা নদীর কদুরখীল ও নদীর মোহনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রামদাশ মুন্সির হাট নৌ পুলিশ ইনচার্জ মো. মাহফুজুল হাসান জানান, সকালে হালদা নদীর কদুরখীল ও নদীর মোহনা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ মিটার করে ২ হাজার মিটার ছোট সুতার জাল ও ৫টি মশারির ঠেলা জাল জব্দ করা হয়। হালদা নদীর জীববৈচিত্র্য সুরক্ষায় নৌ-পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।