Hathazari Sangbad
হাটহাজারীশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ

মোহাম্মদ আবু নোমান
ডিসেম্বর ১৬, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল ১১ টার দিকে পুস্পস্তবক অর্পণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ৫ হাটহাজারী সংসদীয় আসনের সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
পুস্পস্তবক পরবর্তী দিবসটি উপলক্ষে আলোচনা সভা উপজেলা অডিটোরিমে সংগঠনের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহিদুল আলম, অফিসার ইনচার্জ রুহুল আমিন।
সাধারণ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শ্যামল নাথ, আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি ন.ম জিয়াউল হক চৌধুরী, সহ-সভাপতি জাহেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক আবু শাহেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, দপ্তর সম্পাদক আবুল মনছুর, ক্রীড়া সম্পাদক জাহেদুল আলম জাহিদ সমাজকল্যাণ সম্পাদক আসাদুজ্জামান শাকিল, প্রচার সম্পাদক মুহাম্মদ আবু নোমান, সহ-প্রচার সম্পাদক এম ওসমান গনি, সদস্য এইচ এম এরশাদ প্রমূখ।