Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ৩ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী মুক্ত হতে পারেনি, ফটিকছড়ি হয়েছে: সালাম

অনলাইন ডেস্ক:
জানুয়ারি ৩, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী আসনে জোটের ‘ভাগে’ পড়ে নির্বাচনের আগেই নিজের নৌকা ‘নোঙর’ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। কিন্তু পাশের আসনের নৌকা ছাড়তে নারাজ তিনি। তাই তো এবার ফটিকছড়িতে ছুটে গেলেন নৌকার মাঝি খাদিজাতুল আনোয়ার সনিকে জেতাতে। সেখানে দিনভর চষে বেড়ালেন দলের এই কাণ্ডারী। মঙ্গলবার (২ জানুয়ারি) চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নাজিরহাট পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি।

প্রচারণায় এম এ সালাম বলেছেন, ‘দুষ্কৃতকারীরা নৌকা কেড়ে নিতে চেয়েছিল। অনেকে আমাকেও খাদিজাতুল আনোয়ারকে সরে দাঁড়াতে বলতে বলেছিলেন। আমি বলেছি নৌকা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমি বলার কে, বললে প্রধানমন্ত্রী বলবেন।’

সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন, ‘খাদিজাতুল আনোয়ারের কঠিন সংকল্প দৃঢ় বিশ্বাসে তারা সফল হয়নি। আমি তার প্রশংসা করি। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে নৌকাকে তীরে ভিড়াতে হবে। নৌকাকে বিজয়ী করা এখন সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে। এ বিজয় হবে ফটিকছড়িবাসীর।’

তিনি আরো বলেন, ‘খাদিজাতুল আনোয়ারকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। ৭ তারিখ তাকে বিজয়ী করে রফিকুল আনোয়ারের স্বপ্নের আধুনিক ফটিকছড়ি গড়ে তোলার সুযোগ দিবেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাফুর রহমানের সভাপতিত্বে পথসভায় অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাঈনুদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, ফখরুল আনোয়ার, এম আবু তালেব চৌধুরী প্রমুখ।

নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হোসেন মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের, ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভা মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী, সাদাত আনোয়ার সাদী, হাসিবুন সুহাদ চৌধুরী প্রমুখ।