Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ২২ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে ২০০ চারাগাছ বিতরণ

অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে ২৩ লাখেরও বেশি গাছ লাগানোর ধারাবাহিকতায় হাটহাজারী উপজেলায় লাগানো হচ্ছে ১ লাখ ৫০ হাজার চারা গাছ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) পৌর সদরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩০০০ চারা বিতরণ করা হয়।

হাটহাজারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে ৪০০ শিক্ষার্থীর মাঝে ৮০০ চারাগাছ ও হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০০০ শিক্ষার্থীর মাঝে ২০০০ চারাগাছ বিতরণ করেন  সংসদ সদস্য এবং সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী ও সাবেক সদস্য, চট্টগ্রাম জেলা বাস মালিক সমিতির সভাপতি মনজুরুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলমসহ অনেকেই।

সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক।