Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ১৩ আগস্ট ২০২৩

হাটহাজারী থানা পুলিশের অভিযানে ২১ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মুহাম্মদ আবু নোমান :
আগস্ট ১৩, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী থানা পুলিশের পৃথক অভিযানে ২১ মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাঙ্গামাটি পাবর্ত্য জেলার চন্দঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া এলাকার দূর্গম পাহাড় থেকে এসআই রহমত উল্লাহ এর নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দীর্ঘদিন যাবত পলাতক উত্তম পালিত ও পান্না পালিত নামে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও পৃথক আরেকটি অভিযানে তিন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ ওয়াহেদ মুজিবকে মদুনাঘাট তদন্ত কেন্দ্র এলাকা হতে গ্রেফতার করেন এএসআই আলী আজম।

জানা যায়, ২১টি মামলা সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী উত্তম পালিত নন্দীরহাট এলাকার উত্তর ফতেয়াবাদ উত্তর পাড়ার বাদল পালিতের ছেলে। অন্য আসামী পান্না পালিত একই এলাকার রাখাল সরকারের মেয়ে ও গ্ৰেফতারকৃত আসামী উত্তম পালিতের স্ত্রী। এছাড়াও পৃথক অভিযানে গ্ৰেফতারকৃত তিনটি মামলার আসামী মুজিব উপজেলার উত্তর বুড়িশ্চর আলী আহমদ কোম্পানির বাড়ির মৃত হাজী আহমদের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার্স ইনচার্জের নির্দেশনায় পৃথক অভিযানে পলাতক এসব আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা।