হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী গ্রামার স্কুল এর বার্ষিক ক্রীড়া পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্টান শনিবার (১১ফেব্রুয়ারী) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে অতিথিদের পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ, পুস্পস্তবক অর্পণ, জাতীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভসূচনা হয়।
পরে অধ্যক্ষ মোঃ ইসমাইলের সভাপতিত্বে সিনিয়র শিক্ষিকা ইসরাত জাহান রোজির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কফিল উদ্দিন।
এতে প্রধান আলোচক ছিলেন এ্যাডঃ এম সাখাওয়াত হোসেন।
সংবর্ধিত অতিথি ছিলেন সহযোগি অধ্যাপক ড.মোহাম্মদ মোরশেদুল আলম।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃফিরোজ, হাটহাজারী গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য সাইদুর রহমান সাইদ, হাটহাজারী গার্লস স্কুল এন্ড কলেজের দাতা সদস্য ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মোঃসেলিম, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আনোয়ার সাদাত,পরিচালক ওমর ফারুক, পরিচালক মোঃ নাজিম উদ্দিন, সাবেক অধ্যক্ষ মোঃ ইয়াকুব সহ বিদ্যালয়ে শিক্ষক -শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।