হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শায় আলী মুহাম্মদ পাড়া মাহফিল বাস্তবায়ন পরিষদের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলী মুহাম্মদ পাড়া মডেল তরুণ সংঘের সহযোগিতায় আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) আলী মুহাম্মদ পাড়া জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোকপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
আলী মুহাম্মদ পাড়া মাহফিল বাস্তবায়ন পরিষদের সভাপতি মুহাম্মদ আবুল মনছুরের পরিচালনায় মোহাম্মদীয়া হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ও আলী মুহাম্মদ পাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হযরত আল্লামা মুহাম্মদ জসীম উদ্দিন মুনিরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়্যদ মুহাম্মদ রাশেদুল আলম।
এতে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ওলামা পরিষদের সদস্য হযরতুলহাজ্ব আল্লামা মুফতী মুহাম্মদ সেকান্দর আলী, হযরত শাহ্ আমিনুল্লাহ (রাঃ) জামে মসজিদের খতিব ও রাউজান দরবারে ছৈয়দিয়া’র আওলাদ হযরত মাওলানা আবু যাহরা মুহাম্মদ মোজাম্মেল হক, আলী মুহাম্মদ পাড়া ও শামির মুহাম্মদ পাড়া জামে মসজিদের খতিব ও ফতেয়াবাদ গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার মুদাররিস হযরত আল্লামা মুহাম্মদ আবু নাছের আল্ কাদেরী।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন সওদাগর, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মুহাম্মদ ফয়েজ আহমদ, বাংলাদেশ ছাত্রলীগ,চট্টগ্রাম উত্তর জেলা বিপ্লবী সহ-সভাপতি, মুহাম্মদ তালুকদার পারভেজ আনছারী, ১০নং মাদার্শা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মুহাম্মদ নাছির উল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ নুরুল আলম ভোলা, বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ জাফর আহমদ জুনু, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ রফিকুল আলম চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দ আহমদ হাটের অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন টিপু।
আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, হযরতুল আল্লামা মুহাম্মদ আহমদ উল্লাহ, হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ফরিদুল আলম, হযরতুল আল্লামা মুহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী, হযরতুল আল্লামা মুহাম্মদ আব্দুস সবুর আল কাদেরী, হযরতুল আল্লামা মুহাম্মদ নুরুল ইসলাম ওয়াজেদী, হযরতুল আল্লামা মুহাম্মদ ইউনুচ, হাফেজ মুহাম্মদ নুরুল আমিন, হাফেজ মুহাম্মদ আবু তাহের, হযরতুল আল্লামা মুহাম্মদ আবু তালেব, হাফেজ মুহাম্মদ আমির হোসেন, হাফেজ মুহাম্মদ ফখরুল ইসলাম, হযরতুল আল্লামা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মাওলানা মুহাম্মদ জাহেদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ হাবীব উল্লাহ, মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন, হাফেজ মুহাম্মদ বজলুর রহমান, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ সাগর, হাফেজ মুহাম্মদ ইউসুফ, মাওলানা মুহাম্মদ আলী হায়দার, মাওলানা সৈয়দ মুহাম্মদ এরশাদ ও মাওলানা মুহাম্মদ বখতিয়ার উদ্দিন।
সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়,যথাক্রমে এনাম ডেকোরেশনের স্বত্ব-অধিকারী, এনামুল হক এনাম,আলী মুহাম্মদ পাড়া মডেল তরুণ সংঘের উপদেষ্টা মুহাম্মাদ মুবিন উদ্দিন, সামাজিক কাজ ও সুন্দর কবর খননকারী হিসেবে আলী মুহাম্মদ পাড়া মডেল তরুণ সংঘের দপ্তর সম্পাদক মুহাম্মাদ ইশতিয়াক উদ্দিন রিমন এবং মাহাফিল বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য আলী মুহাম্মদ পাড়া মডেল তরুণ সংঘের সম্মানিত অর্থ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহিম ইমন প্রমুখ।
এলাকার হাজী সাহেব, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।