Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩

হাটহাজারীতে সেলুন দোকানীদের সতর্ক করলো ইউএনও

অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী পৌরসভার কাচারি সড়ক, বউ বাজার, কলেজ গেইট, বাজার ও বাসস্ট্যান্ডের সেলুন দোকান পরিদর্শন শেষে মূল্য তালিকা নিয়ে তাদের কে সতর্ক করলো ইউএনও শাহিদুল আলম।
 
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে তিনি সেলুন দোকানে গিয়ে সরেজমিনে ঘুরে দেখেন এবং বাড়তি মূল্য আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
 
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলম বলেন, পৌরসভার বেশ কিছু সেলুন পরিদর্শন এবং সতর্ক করা হয়েছে। অধিক/মাত্রাতিরিক্ত মূল্য আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের জানানোর অনুরোধ করা হলো।