Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির ১জন নিহত

মুহাম্মদ জিপন উদ্দীন, ফটিকছড়ি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সুজন কুমার দেব (৫৩) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২০ফেব্রুয়ারি) ভোরে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজিরহাট সিংহরিয়া গ্রামের মৃত মরিন্দ্র কুমার দেব এর পুত্র।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে ফটিকছড়ি থেকে সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে হাটহাজারীর দিকে আসছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাক অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে সুজন কুমার দেব নামের একজন নিহত হোন।
 
সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করেন।
 
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ সরোয়ার।