Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২৭ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে সড়কে গরুর বাজার, সরিয়ে দিলেন ইউএনও

অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে সড়কের ওপর গরুর বাজার বসায় যানজটের সৃষ্টি হয়। পরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম এসে সড়কের ওপর বসা অস্থায়ী এসব গরুর বাজার সরিয়ে দেন।
 
মঙ্গলবার (২৭ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত হাটহাজারী উপজেলার চৌধুরীহাট, ফতেয়াবাদ, নন্দীরহাটসহ বিভিন্ন স্থানে রাস্তায় বসা অস্থায়ী বেশ কয়েকটি গরুর হাট তুলে দেন তিনি।
 
জানা গেছে, এসব অস্থায়ী পশুর হাটের কারণে এ ব্যস্ততম সড়কে যানজটের সৃষ্টি হয়।
 
দুর্ভোগ পোহাতে হয় এ সড়কে যাতায়াতকারী হাজারো মানুষকে। ঈদে হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, খাগড়াছড়ি, রাঙামাটির ঘরমুখো যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হয়। এবার কোরবানির গরুর হাট বসার শুরু থেকে এ পরিস্থিতিতে পড়তে হয়েছে এ সড়কে যাতায়াতকারী মানুষকে।
ইউএনও শাহিদুল আলম বলেন, খবর পেয়ে এসব বাজার সরিয়ে দেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে। এরপরেও যদি কেউ যান চলাচলে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
 
ক্রেতা বিক্রেতা সবাইকে মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অনুরোধ করেন ইউএনও।