Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে সংঘবদ্ধ মহিষ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী থানা পুলিশ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মহিষ চোর চক্রের ৫ সদস্যকেে গ্রেফতার করেছে। গতকাল বুধবার দিবাগত রাতে উত্তর মার্দাশা ইউনিয়নের রামদাশ মুন্সির হাট সংলগ্ন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের পাশের বেড়িবাঁধের দক্ষিণ বিল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
 
থানার উপ-পরিদর্শক সোহেল আহমেদ জানান, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে মহিষ চুরি করে আসছিল।
 
এ ব্যাপারে চুরি যাওয়া মহিষের মালিকরা জনপ্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট অভিযোগ করে আসছিল।
 
অভিযোগ অবহিত হয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে উত্তর মার্দাশা ইউনিয়নের বেড়িবাঁধে অভিযান পরিচালনা করে মহিষ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে।
 
গ্রেফতাররা হলো মো. নাছির ড্রাইভার, মো. ইব্রাহীম, মো. শামসুল হক সবুজ, ইয়াছিন আরফান এবং নুরুল আবছার কসাই।
 
চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত আসামীরা মহিষ চুরির কথা স্বীকার করেছে। এ ব্যাপারে হাটহাজারী মডেল থানায় মামলা করা হয়েছে।
 
গ্রেফতারদের আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।