Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে লাশের মিছিল

হাটহাজারী সংবাদ ডেস্ক
জুলাই ৬, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলায় খুন, আত্মহত্যা, সম্পত্তি নিয়ে বিরোধ, নির্যাতন ও যৌতুক সংক্রান্ত কারণে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ১২ দিনে গৃহবধূ, বৃদ্ধ ও প্রবাসীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন গৃহবধূ।

গতমাসের শনিবার (২৪ জুন) সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই-ভাতিজাদের হামলায় উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের লোহারপোল বাজারের পশ্চিমে মাওলানা মনসুর আলীর নতুন বাড়ির মুহাম্মদ আবু তাহের (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার (২৭জুন) হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের কুয়াইশ নজুমিয়াহাট নূর আলির বাড়ীর মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৬) সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আল দাইদ এলাকায় নিজ ওয়ার্কসপে তেলের ট্যাংক বিস্ফোরণে মৃত্যুবরণ করেন।

কোরবানির ঈদে শুক্রবার (৩০ জুন) সকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সৈয়দ পাড়া এলাকার বাঁচা মিয়ার বাড়িতে শ্বশুরবাড়িতে কোরবানির গরু না পাঠিয়ে ছাগল পাঠানোর জের ধরে শশুর বাড়ীর লোকেদের অপমানে সুমি আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন।

এদিকে এই মাসের শুরুতে শনিবার (১ জুলাই) ৮ ঘন্টার ব্যবধানে পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব দেওয়াননগর মফিজ চেয়ারম্যান বাড়ি এলাকার রফিকুল ইসলামের ভাড়া বাসায় নুসরাত জাহান মুক্তা (২২) নামে দুই সন্তানের মা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন এবং একই এলাকায় শায়েস্তা খাঁ পাড়া এলাকার সড়ক ও জনপদ বিভাগ অফিস সংলগ্ন নবীদ আলী হাজি বাড়ির ছালে আহম্মদ ম্যানশনে মোহাম্মদ ফাহিম (২৪) নামে এক অটোরিকশা চালক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।

একই দিনে দিবাগত রাত ২টার দিকে হাটহাজারী থানাধীন চসিক ১নং ওয়ার্ড ফতেয়াবাদের পশ্চিমে একটি টিলা থেকে মোহাম্মদ সরোয়ার (৪৮) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেন মডেল থানার পুলিশ।

সম্প্রতি বুধবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুর আলী মিয়ারহাট এলাকার লাতু চৌধুরীর বাড়ি তারিন আকতার (২৪) নামে এক গৃহবধূর ঝু্লন্ত লাশ উদ্ধার করেন মডেল থানার পুলিশ। পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তারিনকে।