Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ২২ জুলাই ২০২৩

হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

ধর্ম ডেস্ক
জুলাই ২২, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ২৭নং ছিপাতলী শাখার উদ্যোগে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বাদে মাগরিব হতে ছিপাতলীস্থ সিকদার বাড়ীতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাওলানা মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দিন আহমদী।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুল্লাহ্ আল হারুণ, মুহাম্মদ নুরুন্নবী সিকদার, হাফেজ মুহাম্মদ মহিউদ্দীন আরিফ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইকবাল হোসেন তালুকদার, মুহাম্মদ আবু নাছের শাহীন, মুহাম্মদ আব্দুন্নবী সিকদার, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ আব্দুল খালেক, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ মাহবুবুল আলম সিকদার, মুহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ।

পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।