Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

অনলাইন ডেস্ক:
ডিসেম্বর ৬, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মসিউজ্জামান।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম সিরাজী, ওসি (তদন্ত) নূরুল আলম ও হেলথ ইন্সপেক্টর কামাল উদ্দীন।

সভায় মাল্টিমিডিয়া উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ রিপআত আরা পপি। এবার এই উপজেলায় ৫৩ হাজার, ৮ শ ৪৭ জন শিশু ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে। এবার ৬ হাজার, ২ শ,৪১ জন শিশুকে  নীল ক্যাপসূল এবং ৪৭ হাজার ৬ শ ৬ জন শিশু লাল ক্যাপসূল খাওয়ানো হবে বলে তথ্য প্রকাশ করা হয়।