Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩

হাটহাজারীতে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজনে স্মার্ট লাইফস্টক, স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) হাটহাজারী পার্বর্তী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তিনি বলেন দেশের উন্নয়নের অগ্রগতিতে প্রাণিসম্পদের অবদান মাইলফলক হয়ে থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিডিএ বোর্ড সদস্য ইউনুস গণি চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নুরুল আলম বাসেক, প্রাণীসম্পদ অফিসার সুজন শেখ মানিকী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও খামারিদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করেন।