Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ১ জানুয়ারি ২০২৩

হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে জরিমানা ১ লক্ষ টাকা

হাটহাজারী সংবাদ ডেস্ক
জানুয়ারি ১, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ক্ষেতপাল বাড়ি এলাকায় অভিযান চালিয়া পুকুর ভরাটের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রবিন শীল ও অন্যান্যদের নিয়ে পুকুর ভরাটের স্থানটি পরিদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, পুকুর ভরাটের সংবাদ অবহিত হয়ে ক্ষেতপাল বাড়ি কল্পনা ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত সুবল ধর জলাধার ভরাটের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালতে পুকুর ভরাটকারী সুবল ধরকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।