Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোলাইমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় হাটহাজারী থানার আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সোলাইমান নগরের বায়েজিদের জহির কন্টাকটারের বাড়ির মোহাম্মদ খায়রুল বশরের ছেলে।
 
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান সিভয়েসকে বলেন, ওই মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে হাটহাজারী থেকে শহরে আসার সময় হঠাৎ ব্রেক করলে গাড়ি স্লিপ খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে তাকে উদ্ধার করে আহতাবস্থায় চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।