Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ১৯ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে নবজাতকের অর্ধগলিত মরদেহ মিললো স্কুলের পেছনে

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় শাহাজালাল স্কুলের পেছনে একটি নালা থেকে এক নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
 
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নুরে এ হাবিব ফয়সাল বলেন, এক রিকশাচালক শাহাজালাল স্কুলের পেছনে নালায় নবজাতকর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নবজাতকটির দেহে পঁচন ধরেছে।
লাশটি উদ্ধারের পর স্থানীয় সুলতান নসরত শাহ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করে স্থানীয়রা।