Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ৩০ এপ্রিল ২০২৩

হাটহাজারীতে কৃষকের ধান কেটে দিলেন আ.লীগ নেতা

অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে কৃষকের জমির ধান কেটে দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।
 
শনিবার (২৯ এপ্রিল) সকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কাটা শুরু করেন তিনি।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রান্তিক কৃষকদের ধান কাটা সহ অন্যান্য সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করছি। আশপাশের এলাকায় কোনো কৃষকের যদি ধান কাটার প্রয়োজন দেখা দেয় আমাদের জানালে আমাদের নেতা-কর্মীরা তাদের ধান কেটে দিয়ে, মাড়াই করে সহায়তা করবে, প্রয়োজনে কৃষি উপকরণও সরবরাহ করবো।
 
ধান কাটার এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক রাশেদুল আলম জিসান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এস এম মহিউদ্দিন, উত্তর জেলা ছাত্র লীগের উপ-সম্পাদক তানভীর ইভান, রানা, সুমন, মিশু, রাহাত, রাশেদ, ঈশান, নেজাম, সবুজ পরিবেশ আন্দোলনের কাজী নিজাম প্রমুখ।