Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩

হাটহাজারীতে এবি ড্রীমের প্রকল্প অফিস উদ্বোধন

হাটহাজারী সংবাদ ডেস্ক:
অক্টোবর ১০, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী পৌরসভায় এবি ড্রীম প্রপার্টিজ লিমিটেডের অত্যাধুনিক হাফেজ আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ারের প্রকল্প অফিস উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১০ অক্টোবর) বাদ আসর খতমে কুরআন ও মিলাদের মাধ্যমে এ অফিসের উদ্বোধন হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, এস এম সাইদুর রহমান চৌধুরী, এবি ড্রীম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মুহাম্মদ মহিউদ্দীন আরিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মুহাম্মদ মাহবুবুর আলম, মাওলানা মুহাম্মদ করিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মুহাম্মদ আবুল কাসেম উজ্জ্বল, মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ গোলাম মুস্তফা সোহেল, মাওলানা মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ কছিম উদ্দিন, মুহাম্মদ ছদরুল উদ্দিন, মুহাম্মদ মাসুদ রানা, রবিউল হোসেন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।