হাটহাজারীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ এডভোকেট বাসন্তী প্রভা পালিত।
রবিবার (৮ জানুয়ারী) সকালে ত্রিবেনী কমিটি সেন্টারে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনা সভায় এডভোকেট বাসন্তী প্রভা পালিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোবিন্দ প্রসাদ মহাজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, বিবি ফাতেমা শিল্পী, জাহানারা সেকান্দর, গুমানমর্দন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য আয়েশা আমেনা, ধলই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সুলতানা রিজিয়, জেসমিন আক্তার, নারী নেত্রী বনানী মজুমদার প্রমূখ।