Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ১৫ মে ২০২৩

হাটহাজারীতে আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার

অনলাইন ডেস্ক
মে ১৫, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে এক পরিবার নিঃস্ব হয়ে গেছে। সোমবার (১৫ মে) পৌরসভার ফটিকা গ্রামের শাহাজালাল পাড়ার মামা-ভাগিনার ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ২০ লক্ষ টাকা উদ্ধার করেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
 
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে পৌরসভার শাহাজালাল পাড়া মামা-ভাগিনা নামে একটি ভবনের চার তলা বিশিষ্ট একটি ভবনের চতুর্থ তলার ফ্লাটে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করেন।
 
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান অগ্নিকাণ্ডের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেন।
 
অগ্নিকাণ্ডে ক্ষতিগৃস্ত মো. মোক্তার জানান, আগুনে তার ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, বৈদ্যুতিক মিটার, আসবাবপত্র, টেলিভিশন ইত্যাদি আগুনে পুড়ে যায়।