Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩

হাটহাজারীতে অবৈধ দখলমুক্ত করে ৯ শতক জায়গায় বনজ বৃক্ষ রোপন

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিন পাহাড়তলীর ১নং ওয়ার্ড ফতেয়াবাদ কলেজ রোডে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামে খতিয়ানভুক্ত ৯ শতক জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছে। জমিটি দীর্ঘদিন অবৈধ দখলে ছিল। ৯ শতক জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। জমিটি দখলমুক্ত করে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষ রোপন করা হয়।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু রায়হান বলেন, অভিযোগের ভিত্তিতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও সার্ভেয়ারের মাধ্যমে তদন্ত করে সত্যতা পাওয়ায় ৯ শতক জমি অবৈধ দখলমুক্ত করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। তিনি আরও বলেন সরকারি জায়গা-জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।