Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ২৯ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হরতালের প্রভাব নেই চট্টগ্রামে, বন্ধ দূরপাল্লার বাস

অনলাইন ডেস্ক:
অক্টোবর ২৯, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে চট্টগ্রামে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহনে কর্মজীবী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।

রোববার (২৮ অক্টোবর) সকালে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, কাজীর দেউড়ি, নিউমার্কেট, আগ্রাবাদ, নতুন ব্রিজসহ বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে।

নতুন ব্রিজ এলাকা থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করছে।

তবে সকাল থেকে রাস্তা ফাঁকা রয়েছে। অন্যান্য দিনের চেয়ে সাধারণ মানুষের উপস্থিতি কম। নিত্যদিনের মতোই সড়কে প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, অ্যাম্বুল্যান্স, পিকআপ ও যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করছে।

নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করার মতো। তারা বলছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সড়কে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বলেন, নিউমার্কেট থেকে হাটহাজারীর গাড়িগুলো চলছে। অভ্যন্তরীণ রুটের গাড়িও চলছে, তবে কম। এছাড়া দূরপাল্লার বাস এখনো চলছে না। কারণ অনেকদিন পর প্রথম হরতালের ডাক, তাই মানুষের মধ্যে ভীতি কাজ করছে।