Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ৪ মার্চ ২০২৩

সীতাকুণ্ডে বিস্ফোরণে ৬ জন নিহত

অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদৎ হোসেন।
শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টায় উপজেলার কদম রসুল (কেশবপুর) এলাকার অক্সিজেন প্ল্যান্টে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায় নি। হতাহতদের উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
 
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করছে।