হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টা এম এ বাশারের মমতাময়ী মায়ের মৃত্যু ও সংগঠনের অর্থ সম্পাদক ও মানবজমিন পত্রিকার হাটহাজারী প্রতিনিধি আবু শাহেদ সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে বাদে আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এমদাত উল্লাহ।
মোনাজাতে আবুল বাশারের মা, আহত সাংবাদিক, সাংবাদিক পরিবার ও সকল কবরবাসি মুসলিম উম্মাহ’র জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল বাশার, সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর, অর্থ সম্পাদক আবু শাহেদ, প্রচার সম্পাদক আবু নোমান, সহ প্রচার সম্পাদক এম ওসমান গনিসহ প্রমুখ।