Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ৮ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে অভিনন্দন জানাল ভারত-চীন-রাশিয়া

অনলাইন ডেস্ক:
জানুয়ারি ৮, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত, চীন ও রাশিয়া।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে ফল ঘোষণা করা হয়। সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সাথে দেখা করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশে দায়িত্বে থাকা ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

একই দিন গণভবনে শেখ হাসিনার সাথে দেখা করে অভিনন্দন বার্তা পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

শেখ হাসিনার সঙ্গে আলোচনার সময় রাষ্ট্রদূত ওয়েন শেখ হাসিনাকে আশ্বাস দেন, বাংলাদেশের আধুনিকায়নের ক্ষেত্রে চীন সবসময় সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ও বাংলাদেশের নির্ভরযেগ্য বন্ধু হিসেবে ভূমিকা রাখবে।

সোমবার গণভবনে শেখ হাসিনার সাথে দেখা করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্তিতস্কি।

এ ছাড়া ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ব্রাজিলের রাষ্ট্রদূতরা এবং মরক্কোর রাষ্ট্রদূত ও ডিন অব দ্য ডিপ্লোমেটিক কোর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।