Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চলতি মেয়াদে সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও রেডিও, অনলাইনে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মাধ্যমে ২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।