শায়েস্তা খাঁ পাড়া ক্রীড়া পরিবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এডভোকেট এম. সাখাওয়াত হোসেনের পৃষ্ঠপোষকতায় শায়েস্তা খাঁ পাড়া ডে- নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ সম্পন্ন হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল থেকে হাটহাজারী পার্বতী স্কুল মাঠে টুর্ণামেন্ট শুরু হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটির মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় ও হাটহাজারী জাগরণ ক্লাবের সভাপতি খায়রুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এম. সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উজ্জ্বীবন ক্লাবের সভাপতি মোহাম্মদ ফরিদ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রুবেল, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ জাবেদ, ওমর ফারুক, আয়মান, রাওয়াত অর্ণব, আব্দুল হালিম, মোহাম্মদ কামাল, আবুল হাসেম কিরণ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য হৃদয়, মুহাম্মদ মারুফ, শহীদসহ আরো অনেকে।
এদিকে উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এস.এম. মহিউদ্দিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলিফ হসপিটাল এন্ড ডায়গনেস্টিক সেন্টারের চেয়ারম্যান জসিম উদ্দিন বাবুল।
টুর্নামেন্টটি উদ্ধোধন করেন হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি মুহাম্মদ সোহেল রানা। হাটহাজারী উজ্জ্বীবন ক্লাবের সভাপতি মোহাম্মদ ফরিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ রুবেল, বিশিষ্ট ক্রীড়া অনুরাগি শা্ আলমসহ আরো অনেকে।
উক্ত টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করে এবং ফাইনালে ট্রাইবেকারে জাবেদ ফুটবল একাদশ ৩-২ গোলে ফরহাদ ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।