Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২৩ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লোডশেডিং চলবে আরও এক মাস

অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশের লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে আরো অন্তত এক মাস সময় লাগবে। গতকাল নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় ভোলার সদ্যপ্রাপ্ত ইলিশা–১ কূপকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা করেন প্রতিমন্ত্রী।
 
তিনি জানান, নতুন এ কূপে মজুদ রয়েছে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস, যা থেকে দিনে গড়ে ২০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস তোলা যাবে। সেই হিসাবে ২৫ থেকে ২৬ বছর গ্যাস ক্ষেত্রটি থেকে গ্যাস পাওয়া যাবে। গ্যাস পরিবহনকালে নিরাপত্তা সংশ্লিষ্ট সব বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, ভোলা–বরিশাল–খুলনা রুটে গ্যাস নেটওয়ার্ক তৈরি নিয়েও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
 
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় গত ৯ মার্চ ইলিশা–১ কূপের খনন কাজ শুরু হয়। বাপেক্সের তত্ত্বাবধানে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম খননের কাজ করে।