Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩

রাউজান সিটি সেন্টারে আইস টপস্ এন্ড কিডস্ এর শুভ উদ্বোধন

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী
ডিসেম্বর ২৭, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাউজান উপজেলার সিটি সেন্টারে মায়ের দোয়া নিয়ে আইস টপস্ এন্ড কিডস্ এর যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ সাহেদুল আলম।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে আইস টপস্ এন্ড কিডস্ এর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ সাহেদুল আলমের মমতাময়ী মা হালিমা বেগম।

আইস টপস্ এন্ড কিডস্ প্রতিষ্ঠানটি রাউজান পৌরসভার ফকিরহাটস্থ সিটি সেন্টারের নিচ তলায় অবস্থিত। যেখানে রয়েছে লেডিস টু পিচ, ওয়ান পিচ, গ্রাউন্ড, নাইরা কামিস, কুটি, ছোটবড় মেয়েদের কাপ্তান, ছোটমনিদের টাউজার,বেবী ফ্রুক, বাওয়া সেট, কাতুয়া ফতুয়াসহ সকল প্রকার কিডস ও টপস আইটেমের বিশাল সমাহার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জানে আলম, আনোয়ার আজাদ টিটু, ব্যবসায়ী মোহাম্মদ শাহীন, ব্যবসায়ী মোহাম্মদ বাদশা, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ সোহেল।

এছাড়াও অন্যান্যদের ‍মধ্যে উপস্থিত ছিলেন আসিফ জোয়ার্দার রানা, মোহাম্মদ সাইফুদ্দিন টুটুল, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ তাসফি সহ অনেকে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আইস টপস্ এন্ড কিডস্ এর পক্ষ থেকে সকল ক্রেতা, বিক্রেতা ও শুভাকাঙ্খীদের আমন্ত্রণ, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।