Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ১৭ জুলাই ২০২৩

রাউজানে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাউজানে উপজেলার হলদিয়া ইউনিয়নে পুকুরের ডুবে মোহাম্মদ তাহমিদ রেজা আলিফ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। শিশু আলিফ উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা ছিদ্দিক আহম্মদ মিস্ত্রি বাড়ির মোহাম্মদ ফিরোজ আজমের ছেলে।

স্থানীয় লোকজন জানান, খেলতে গিয়ে আলিফ পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুল ইসলাম।