Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাউজানে কলেজছাত্র হৃদয় হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামি কারাগারে

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাউজানে হত্যাকাণ্ডের শিকার কলেজছাত্র শিবলী সাদিক হৃদয়ের মায়ের দায়ের করা অপহরণ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তারা হলো পার্বত্য রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার মতিঙ্গাছড়ির অংসুচিং মারমার ছেলে সুইচিংমং মারমা (২৪) ও কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাপমারা গ্রামের অংথুইমং মারমা (২৫)। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে অপহরণ মামলার আসামি উমংচিং মারমারকে গণপিটুনি দিয়ে হত্যা, পুলিশের কাজে বাধা, গাড়ি ভাঙ্গচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা করেছে। এই মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে ।

উল্লেখ্য যে, গত ২৮ আগস্ট রাত ১০টায় রাউজানের কদলপুর ইউনিয়নের হযরত আশরাফ শাহ (র) এর মাজার গেটের পূর্ব পাশের ইলিয়াস পোলট্রি ফার্ম থেকে কলেজ ছাত্র হৃদয় নিখোঁজ হন। ১১ সেপ্টেম্বর সকালে তার রক্তমাংসহীন কংঙ্কাল উদ্ধার করা হয় পাহাড় থেকে। এদিন পুলিশের কাছ থেকে বিক্ষুদ্ধ জনতা হৃদয়কে অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত উপজাতি সন্ত্রাসী উমংচিং মারমারকে পুলিশের থেকে ছিনিয়ে নিয়ে গণপিঠুনি দিয়ে হত্যা করে।