Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২

রক্তবন্ধু ফোরাম চট্টগ্রামের প্রথম বর্ষপূর্তি শুক্রবার

হাটহাজারী সংবাদ ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২২ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন ‘রক্তবন্ধু ফোরাম চট্টগ্রাম’ এর ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হবে আগামীকাল (৯ ডিসেম্বর) শুক্রবার। এদিন দুপুর ২টা হতে হাটহাজারী আল আমান হোটেল হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের পরিচালক মোহাম্মদ রহিম বাদশা।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক পুলিশ মুহাম্মদ শওকত হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবী সংগঠন ১ টাকায় বস্ত্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ খোরশেদ আলম, প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন নগর তারা ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুসাইদাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন মোহাম্মদ আবু হাসান।
 
মিলনমেলায় অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন, দৈনিক সাঙ্গুর হাটহাজারী প্রতিনিধি ও হাটহাজারী ভিশনের পরিচালক মাহমুদ আল আজাদ, হাটহাজারী সমাচারের সম্পাদক কে.এম ইউসুফ, হাটহাজারী সংবাদের সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন ও সিপ্লাস টিভির হাটহাজারী প্রতিনিধি মোহাম্মদ শোয়েব।