Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ১৪ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮

অনলাইন ডেস্ক
জুন ১৪, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (১৪ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়, মে মাসে সারা দেশে ৪৯৬টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬৯ জন। একই সময় রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত এবং সাত জন আহত হয়েছেন। নৌ-পথে ১৮টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, আটজন আহত এবং তিনজন নিখোঁজ রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, মে মাসে সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। এ সময় ১৮৫টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮১ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৬৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনায় ১১৪ জন আহত হয়েছেন, যা মোট আহতের ১৪ দশমিক ৮২ শতাংশ।
 
এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১২১টি সড়ক দুর্ঘটনায় ১১০ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে সিলেট বিভাগে। এ বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ২৮ এবং আহত হয়েছেন ৬২ জন।
 
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, মে মাসে মোট দুর্ঘটনার ২৬ দশমিক ৮১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩৫ দশমিক ৮৮ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩০ দশমিক ০৪ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪ দশমিক ৪৩ শতাংশ ঢাকা মহানগরীতে, এক দশমিক ৪১ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে এবং এক দশমিক ৪১ শতাংশ সংগঠিত হয়েছে রেলক্রসিংয়ে।