Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ২০

অনলাইন ডেস্ক
জুলাই ৬, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে এক পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। এসময় মানুষ ছাড়াও গৃহপালিত গরু, ছাগলও রেহাই পায়নি ওই পাগলা কুকুরের কামড় থেকে ৷ আহতদের চিকিৎসার জন্য চটগ্রামসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর থেকেই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ও মধ্যম ওয়াহেদপুর এলাকায় পাগলা কুকুরটি এ তাণ্ডব চালায়। তবে শেষ রক্ষা হয়নি পাগলা কুকুরটির। পরবর্তীতে স্থানীয়দের সঙ্গবদ্ধ আক্রমনে মারা পড়ে।
আহতরা হলেন— উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ও উত্তর ওয়াহেদপুর গ্রামের রবিউল হোসেন, আব্দুল মান্নান, আব্দুর রহিম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান রনি, রফিকুল ইসলাম রফিক, ফকির আহম্মদ, হালিমা বেগম, ফাতেমা বেগম, মোহাম্মদ মিয়াসহ অনেকে ৷
 
কুকুরের কামড়ে আহত কৃষক রবিউল হোসেন বলেন, ভোরে আমি ক্ষেত থেকে সবজি তুলে বাড়ির বারান্দায় গুছিয়ে নিচ্ছিলাম। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই পাগলা কুকুরটি আমার বাম হাতে কামড় দিয়ে চলে যায়৷
 
ওয়াহেদপুর ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, বেওয়ারিশ এই পাগলা কুকুরের ব্যাপারে আগে থেকে এলাকার কেউই অবগত ছিল না। হঠাৎ আজ সকালে এমন ভয়াবহ আক্রমণ। ফজরের নামাজ পড়তে যাওয়া অবস্থায় মুসল্লীদের উপর আক্রমণ, ক্ষেতের কৃষক, পথচারী, নারী এমনকি গৃহপালিত পশুর উপরও আক্রমণ করে পাগলা কুকুরটি। আহতদের মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে৷
 
ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে বেশ ক’জন হাসপাতালে আসে। তাদের প্রত্যেককে প্রতিষেধক প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷