Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ১০ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র শিক্ষার্থীদের যাতায়াতের সু-ব্যবস্থায় মাদ্রাসার বাস সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) অনুষ্ঠিত উদ্ভোদন অনুষ্ঠানে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার মেয়র এ.কে জাহেদ চৌধুরী।

আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট এর শিক্ষা বিভাগ তদারকি সেলের সদস্য ও জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু আহম্মদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’র শিক্ষা বিভাগ তদারকি সেলের সদস্য ও বখতপুর দায়রাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটন কুমার, রোসাংগীরি ১নং ওয়ার্ডের মেম্বার আশরাফ বাবু, নানুপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ উল্লাহ, নুরুল উলুম আহমদিয়া রেজবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ ইলিয়াস খান, বখতপুর ফারুকে আজম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন আনসারী, নুরুল উলুম গাউসিয়া মুনিরীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, বন্দেরাজা-এ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য সৈয়দ মোরশেদুল আমিন, জয়নাল আবেদীন জুলু আলী আসগর, আশেকানে হক ভাণ্ডারী নাজিরহাট শাখার উপদেষ্টা আলহাজ মুহাম্মদ ইউসুপ, হক কমিটি গোপালঘাটা শাখার উপদেষ্টা মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ তাজুল ইসলাম,উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা’র সুপার মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, হক কমিটি ফতেয়াবাদ শাখার উপদেষ্টা মুহাম্মদ মূসা কোম্পানী,হক কমিটি রোসাংগীরি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম,গাউসিয়া হক মঞ্জিলের কর্মকর্তা মুহাম্মদ বাবলু,মাদ্রাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন,মহিলা আভিভাবক সদস্য শাহনাজ খানম, সৈয়দ ইমরান, সাঈদ ইমাম লিটন, আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ রফিক উদ্দীন, উম্মুল ওয়ারা, শফিউল আজম চৌধুরী, মুহাম্মদ নুরুল করিম চৌধুরী, মুহাম্মদ রবিউল হোসেন, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন, জনাব সবুজ চন্দ্র, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মাওলানা মুহাম্মদ কাইছার উদ্দিন, মুহাম্মদ জাকারিয়া আলম, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ মনসুর আলম, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন, ক্বারী ফোরকান, জোবাইদা বেগম, জোবাইদুন্নাহার, রাবেয়া সোলতানা, মোহাম্মদ হোসেন প্রমুখ।