Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২

মহিউদ্দিন চৌধুরী মৃত্যুবার্ষিকীতে এম.এ সালামের শ্রদ্ধাঞ্জলী

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী আজীবন মানুষের অধিকার জন্যে আদায়ের সংগ্রাম করে গেছেন।তিনি আজ আমাদের মাঝে না থাকলেও মানুষের হৃদয়ে তিনি চির জাগরুক।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদনের প্রাক্কালে তিনি একথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান,সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন,মো আবুল কালাম আজাদ,জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, এডভোকেট বাসন্তী প্রভা পালিত, সম্পাদক মন্ডলীর সদস্য আলাউদ্দিন সাবেরী, নাজিম উদ্দিন তালুকদার,ডা মো সেলিম,আবু তালেব,আসম ইয়াছিন মাহমুদ,সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার,গোলাম রব্বানী, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, যুবলীগের নুরুল মোস্তাফা মানিক, রাশেদ খান মেনন,শেখ ফরিদ চৌধুরী,জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু,সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।