বীর মুক্তিযোদ্ধা, চসিকের তিন বারের সফল সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি, চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী ও মাদরাসা পরিচালনা পর্ষদ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও রূহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯ টায় এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সমাধিতে জিয়ারত ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ উপলক্ষে কাগতিয়া মাদ্রাসার ক্যাম্পাসে দিনব্যাপী খতমে কোরানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, মৌলানা মুহাম্মদ কাজী ইসমাইল, মৌলানা সিরাজুল মোস্তফা ইমন, আলহাজ্ব তৌহিদুল ইসলাম, আলহাজ্ব মুহাম্মদ হাসান, আলহাজ্ব দীন মোহাম্মদ, মুহাম্মদ মামুন, আব্দুল্লাহ আল মারুফ, মোহাম্মদ তারেক প্রমুখ।