টাঙ্গাইলের মির্জাপুরে হাতকুড়া জামে মসজিদের ইমাম মাও. সাইফুল ইসলামকে মারপিটের ঘটনায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার (০৪ ফেব্রুয়ারি) উপজেলার ফতেপুর ইউনিয়নের কুরনি জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আমরা মির্জাপুরবাসীর আয়োজনে ইমাম, খতিব, শিক্ষকরা এই প্রতিবাদ সমাবেশ করেন। এতে প্রায় পাঁচ শতাধিক মসুল্লি অংশ নেন।
টাঙ্গাইলের জামিয়া আশরাফিয়া মাদরাসার অধ্যক্ষ শামসুদ্দিন শাহনুরের সভাপতিত্ব টাঙ্গাইল জেলা কওমী উলামা পরিষদের যুগ্ম সম্পাদক ধুরেরচর মাদরাসার প্রধান মুফতী হাফেজ মাও. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী ইলিয়াস হাকিম, সাবালিয়া ইসলামীয়া মাদরাসার অধ্যক্ষ মুফতী এরশাদুল ইসলাম আলমগীর, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট জামে মসজিদের খতিব মুফতী নুর মোহাম্মদ, মির্জাপুর উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি মুফতী নজরুল ইসলাম, টাঙ্গাইল হোমিও কলেজের প্রফেসর ডা. হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে কমিটির সঙ্গে বিরোধের জের ধরে গত ১৮ জানুয়ারি হাতকুড়া গ্রামের মৃত আব্দুল লতিফের দুই ছেলে আসাদুজ্জামান আসাদ ও আশরাফুল ইসলাম কদম আলী ইমাম মাও. সাইফুল ইসলামের ওপর চড়াও হন। স্থানীয় লোকজন এর প্রতিবাদ করলে তাদের ওপরও ক্ষিপ্ত হন তারা। একপর্যায় তারা ইমামের ঘরে প্রবেশ করে বেধরক মারপিট করেন।
এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা হওয়ার ১৫ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা এই প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন আগামী দুই দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।