Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২১ ডিসেম্বর ২০২২

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মামুন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কালুরঘাট এলাকার টি-কে পেপার মিলের নালা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
 
নিহত মামুন পশ্চিম গোমদণ্ডী চরখিদিপুর গ্রামের ছাদেক আলী বাড়ির মৃত আবদুল করিমের ছেলে। মামুন পেশায় একজন গাড়ি চালক ছিলেন।
 
জানা যায়, সকালে ৬টায় টি-কে পেপার মিলের কেমিক্যাল কমপ্লেক্সের পিছন দিকে বিকট শব্দ হয়। পরে বিকাল ৪টায় এক স্থানীয় ফ্যাক্টরির সীমানা প্রাচীরের পাশে নালায় মামুনের লাশ দেখে।
 
এরআগে সকাল ৬টায় টি-কে পেপার মিলের কেমিক্যাল কমপ্লেক্সের পিছন দিকে বিকট শব্দ শুনতে পেয়েছিলো বলেও জানান স্থানীয়রা।
 
বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের বুকে পোড়া জখম ছিলো। লাশ থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।