Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২১ ডিসেম্বর ২০২২

বৃহস্পতিবার চট্টগ্রামের যেসব স্থানে বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী ২২ ডিসেম্বর নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের স্টেডিয়ামের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ স্টেডিয়াম এর আওতাধীন স্টেডিয়াম ৩৩/১১ কেভি ‍উপকেন্দ্রের বাকলিয়া-রহমতগঞ্জ ৩৩ কেভি লাইন। বি. দ্র: স্টেডিয়াম রহমতগঞ্জ ৩৩ কেভি ব্যাকআপ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ দেয়া হবে।
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ স্টেডিয়াম এর আওতাধীন বাকলিয়া ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভির এইচ-৬নং ফিডার এর আওতায় ডিসি রোড, মৌসুমি মোড়, বগার বিল, শিশু কবরস্থান।
কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।